হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান আজ ২২ মার্চ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ব্রাহ্মণবাড়িয়া, জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), ব্রাহ্মণবাড়িয়া, জনাব আলাউদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডিএসবি, ব্রাহ্মণবাড়িয়া সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।
মাস্ক বিতরণ শেষে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বলেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলতে হবে।