আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

দোহার থানা পুলিশের তৎপরতা, করোনা প্রতিরোধে নানা মুখী উদ্যোগ

দোহার নবাবগঞ্জ প্রতিনিধি 

 

করোনা ভাইরাস প্রতিরোধে সকল কার্যক্রম নিয়ে মাঠে কাজ করছে দোহার থানা পুলিশ। সরকারি নিদের্শনা অনুযায়ী বিদেশ থেকে ফেরা ব্যক্তিরা সঠিক ভাবে হোম কোয়ারেন্টাইনে রয়েছে কিনা এবিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। কেউ হোম কোয়রেন্টাইন না মানলে তাদেরকেও বাধ্য করা হচ্ছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার। জনসমাগম রোধে ফরিদপুর থেকে দোহারের প্রবেশপথ উপজেলার মৈনটঘাটে নৌ চলাচলে বিশেষ শতর্কতা ও দর্শনার্থীদের সমাগমে নিশেধাজ্ঞায় প্রতিনিয়ত নজরদারিতে রাখা হয়েছে।
সরকারি নির্দেশ না মানায় শনিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে পুলিশের হস্তক্ষেপে বন্ধ করে দেয়া হয় তিনটি খাবার হোটেল। এছাড়া বাজার মনিটরিং ও দোহার উপজেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে সম্পৃক্ত হয়ে কাজ করছে দোহার থানা পুলিশ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান, জনগণের জন্যই পুলিশ। ইতোমধ্যে আমরা করোনা প্রতিরোধে দোহারের প্রতিটি হাট বাজারে মাইকিং করে সকলকে সচেতন করেছি। এবিষয়ে প্রত্যেককে সব নিয়মকানুন ও আইন মেনে চলতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান,ফার্মেসী ও হাসপাতাল ব্যতীত সকল অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে জনস্বার্থে সবাইকে এই নির্দেশ মেনে চলতে হবে।
এছাড়া কোন অসাধু ব্যবসায়ী যদি পণ্যের দামবৃদ্ধি করে এবং অতিরিক্ত পন্য মজুদ করে রাখে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি দেশের সকলকে কোরনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যেতে হবে। তাহলেই এই প্রতিকূলতা কাটিয়ে উঠা সম্ভব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ