হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪ কেজি গাঁজাসহ পলাশ মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করে সরাইল থানা পুলিশ। ২১ মার্চ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও বাপন চক্রবর্তী’র নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার বাড়িউড়া বাজার এলাকা থেকে গাঁজাসহ পলাশ মিয়াকে আটক করেন । আটককৃত যুবক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের জজ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, আটক যুবক একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
আজ ২২ মার্চ আটক পলাশ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।