আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

সবার উদ্দেশ্য বলছি

নিজস্ব প্রতিবেদক

 

যত সম্ভব এই ভাইরাস এর ছড়িয়ে পড়া প্রতিরোধ করা উচিত আমাদের সবার। সবাই বাসায় থাকবেন। খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। বের হলেও সাথে স্যানিটাইজার বা হেক্সিসল বা জিসল রাখবেন। আর সবাই বাসায় একটি বোতলে এই পানীয়টি প্রস্তুত করবেন কেউ বাইরে থেকে আসলে তার কাপড়ে, ব্যবহৃত ব্যাগ, মোবাইল,চাবি মানিব্যাগ ইত্যাদিতে স্প্রে করে দিন। নিজের রুমের আসবাব এবং দরজার হাতলেও স্প্রে করে সবসময় জীবানুমুক্ত থাকার চেষ্টা করুন।

বানানোর উপায়ঃ
# একটি স্প্রেয়ার বা ওই যে বোতলের মাথায় দেখুন স্প্রে করার যে জিনিসটি আছে সেটা কিনবেন।প্লাস্টিকের দোকানে পাওয়া যায়৷ ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই পাবেন।
# স্যাভলন এবং হেক্সিসল কিনবেন। ঔষধের দোকানেই পাওয়া যাবে। স্যাভলন ফ্যামিলি সাইজ ২২০ টাকা এই বোতলটা। আর হেক্সিসল ৪০ থেকে ৫০ টাকা। দ্রুত শেষ হয়ে যাচ্ছে এসব, জলদি কিনে ফেলুন।।

কেউ প্লিজ গা ছাড়া দিয়ে আর থাকবেন না সবার প্রতি আমার অনুরোধ। গরমে এই ভাইরাস হয়না, এসব গুজবে কান দেবেন না। এক্টু পরপর এক ফোটা হেক্সিসল দিয়ে আপনার হাত পরিষ্কার করুন যদি বাইরে থাকেন।

বি.দ্রঃ উপরের এই পদ্ধতিতে কোন ভুলত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং মতামত থাকলেও সংযোজন করবেন।

নিজের গা নিজে বাচান, সরকারের জন্য অপেক্ষা কইরেন না। সরকার পদক্ষেপ নেয়ার আগেই সতর্ক থাকুন আর প্রতিরোধ করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ