আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

ফেনীতে ৫২ জনের ‘হোম কোয়ারেন্টিন’ শেষ

আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি

 

নভেল করোনা ভাইরাসের (কোভিট-১৯) সংক্রমণ এড়াতে ফেনীতে ২১৬ জন বিদেশ ফেরত কোয়োরেন্টিনে রয়েছে। তাদের সাথে ১২৩৭ জন পরিবারের সদস্য কোয়োরেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪শ ৫৩ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ৩ প্রবাসী ও তাদের পরিবারের ৪৯ জনসহ ৫২ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা সকলকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এর বাইরে জেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে দেখা-শুনা করার জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষন করছেন। তবে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের পরিচয় গোপন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ