আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং

সাভারে রোহান হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের ব্যাংক কলোনী এলাকায় রোহানুর ইসলাম রোহান (১৮) নামের এক তরুণ খুনের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আজ রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান নিজে বাদী হয়ে ১৪ জনের নামে উল্লেখ করে ও ১০/১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এছাড়া গ্রেফতার হৃদয়কে আগামীকাল আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হবে।

প্রসঙ্গত, গতকাল (০৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামেন রোহানকে হত্যা করে হৃদয়সহ আরও কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ