নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে আঃ কাদের মিয়া(বুদ্ধজীবী)সড়কে চর বাচড়া গ্রামের আনছার মোল্লা (৪০) নামে একজন ট্রাকদুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি ) সকালে যমুনা নদী থেকে বালু ভর্তি ট্রাক জামিরতা-ডায়া আঃ কাদের মিয়া(বুদ্ধজীবী)সড়কে চর বাচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনছার হলেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর বাচড়া গ্রামের মোঃ মজিবর মোল্লার ছেলে।
এলাবাসি সুত্রে জানাযায় আনছার মোলা রাস্তার পার্শ্বে দাড়ানো অবস্থায় একটি বালু ভর্তি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে ডাক্টার তাকে মৃত বলে ঘোষনা করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ (ওসি) জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালককে পাওয়া যায়নি।