আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

আজমিরীগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

আজমিরীগঞ্জে পৌর সদর বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আজমিরীগঞ্জ পৌরসভার সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যান্ডরোলবিহীন বিড়ি বিক্রির দায়ে অধির স্টোরের অর্জুন রায়কে ৩ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির দায়ে সমর রায় স্টোরের সুমন রায়কে ২ হাজার, ইভা মিষ্টান্ন ভাণ্ডারের জসিম উদ্দিনকে ২ হাজার, মা স্টোরের বাপন রায়কে ২ হাজার, হরিপদ স্টোরের হরিপদ রায়কে ৩ হাজার এবং চালের বস্তায় ওজনে কম দেয়ায় নেপাল ট্রেডার্সের নেপাল মোদককে ২ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে।

এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান- ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ