আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

সরাইলের শিক্ষক রফিকুলের করোনা ভাইরাস নিয়ে মুক্ত মতামত

হাসনাত কাইয়ূম সরাইল প্রতিনিধিঃ

 

সরাইল উপজেলার অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর ফেইসবুক টাইমলাইন থেকে নেওয়া করোনা ভাইরাস নিয়ে তার মুক্ত মতামত।
করোনা ভাইরাস থেকে বাচার উপায় কি?
উন্নত দেশগু‌লো বা যারা ক‌রোনায় অাক্রান্ত হ‌য়ে‌ছে তা‌দের কাছ থে‌কে কী অ‌ভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করলাম~
‌দৈ‌নিক যুগান্তর (২১ মার্চ ২০২০ইং) প্র‌ত্রিকায় লে‌খেন~ গতকাল পযর্ন্ত যারা অাক্রান্ত দেশ থে‌কে এ‌সে‌ছেন তা‌দের কাছ থে‌কে ছড়া‌লেও সর্ব‌োচ্চ অাগামী ২১ দি‌নের ম‌ধ্যেই তা প্রকাশ পা‌বে। ভাই‌রোল‌জির ভাষায় যা‌কে ‘‌পিক টাইম’ বলা হয় । এ সময় সংক্র‌মিত হ‌তে পা‌রে অসংখ্য মানুষ । তা‌দের ম‌তে , যেসব দে‌শে ভাইরাস‌টি সামা‌জিকভা‌বে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে সেই দেশগু‌লো থে‌কে অাসা যাত্রী‌দের বাধ্যতামূলক কোয়া‌রে‌ন্টি‌নে রাখা হ‌লে এ ধর‌নের প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌তো না। ত‌বে এখনও য‌দি ছ‌ড়ি‌য়ে পড়া দেশ থে‌কে অাসা যাত্রী‌দের বাধ্যতামূলক কোয়া‌রে‌ন্টিনে অানা হয় ত‌বে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ সম্ভব।

#এখন প্রশ্ন হ‌চ্ছে অামরা কেন প‌রি‌স্থি‌তি মোকা‌বেলায় এমন পদ‌ক্ষেপ নি‌চ্ছি না ?
‌কিংবা অা‌রোও কী কোন শিক্ষা গ্রহণ কর‌তে হ‌বে?

‌বি‌শেষজ্ঞ‌দের ম‌তে~ উচ্চ অা‌য়ের উন্নত প্রযু‌ক্তির রাষ্ট্রগু‌লো সব সু‌যোগ~সু‌বিধা থাকার পরও ক‌রোনাভাইরাসে মহামারী ঠেকা‌তে চরমভা‌বে ব্যর্থ হ‌য়ে‌ছে। এই ব্যর্থতার মূল কারণ, ওই দেশগু‌লোর নী‌তি‌নির্ধারকরা প্রকৃত প‌রি‌স্থি‌তি অনুধাবন কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারা সম‌য়ের কাজ সম‌য়ে কর‌তে পা‌রে‌নি।

অা‌গে যে‌হেতু তারা ব্যর্থ হ‌য়ে‌ছে অামরা তা অনুধাবন ক‌রে ফে‌লে‌ছি , তাহ‌লে অামরা কেন স‌ঠিক সম‌য়ে স‌ঠিক পদ‌ক্ষেপ নি‌তে পার‌ছি না?
অামরা কেন প্রবাসী খো‌জেঁ বের করব? বা উপ‌রে সংবাদ দেব?

#প্রশ্ন হ‌চ্ছে~ প্রবাসীরা যখন দে‌শে অা‌সে তখন তা‌দের কে স‌ঠিকভা‌বে প‌রিক্ষা নি‌রিক্ষা কর‌লে বা কোয়া‌রে‌ন্টি‌নে নি‌য়ে অাস‌লে দেশ অ‌নেকটা শংঙ্কামুক্ত হত কী না ?

বাংলা‌দে‌শে তো কোরনাভাইরাস সৃ‌ষ্টি হয়‌নি । তাই দে‌শের মানুষ‌তো নিরাপদই ছিল। যারা বহন ক‌রে নি‌য়ে অাস‌ছে বা অাস‌বে তা‌দের ব্যাপা‌রে সরকার অা‌রো ক‌ঠোর ব্যাবস্থা গ্রহণ করা উ‌চিৎ ব‌লে অা‌মি ম‌নে ক‌রি।
সরকার এ ব্যাপা‌রে স‌ঠিক ও গ্রহন‌যোগ্য পদ‌ক্ষেপ নি‌বেন ব‌লে অাশা কর‌ছি।

সর্ব‌শে‌ষে আল্লাহ আমা‌দের দেশ ও দে‌শের মানুষ‌দের সুরক্ষা করুক আমিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ