আব্দুস সালাম রুবেল
ঢাকার আশুলিয়ায় লড়ি চাপায় আকাশ (১৮) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল।
রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজারের মাজার রোড এলাকায় এঘটনা ঘটে।
নিহত আকাশ সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার সেলিম মোল্লার ছেলে। সে মাজার রোড এলাকায় বাবা-মায়ের সাথে একটি বাসায় ভাড়া থেকে বেঙ্গল প্লাস্টিক কারখানায় কাজ করতো।
পুলিশ জানায়, কারখানা ছুটির পর নিহত ওই শ্রমিক বাসায় ফেরে। পরে ব্যক্তিগত কাজে মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় বের হয়। এসময় একটি লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন লিখিত অভিযোগ না থাকায় রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আরও জানায় লড়িটিকে খুজার চেষ্টা চলছে।
Leave a Reply