আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কালারমারছড়ায় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে RHD সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে গণশুনানী করেছে কক্সবাজার জেলা প্রশাসন ।জানা যায় , মাতারবাড়ীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে । ১৪শত একর জমির আওতাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে সরাসরি যোগাযোগের জন্য কালারমারছড়ার উত্তর নলবিলা (আফজলীয়া পাড়ার) পশ্চিমে নয়াকাটা ঘাট হয়ে ব্রীজের মাধ্যমে কোহেলীয়া নদীর উপর দিয়ে সংযুক্ত হচ্ছে সড়ক যোগাযোগ । এতে বদরখালী পুরাতন স্টেশন থেকে চালিয়াতলী , উত্তর নলবিলা হয়ে আফজলীয়া পাড়ার উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে নতুন সড়ক । এই সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে বিগত দুই বছর আগে থেকে । কিন্তু অনেকে জমির অধিগ্রহণের টাকা পেলেও এখনো অধিকাংশ ক্ষতিগ্রস্ত জমির মালিকগন তাদের জমির ক্ষতিপূরণ পায় নি । অধিগ্রহণকৃত জমির মুল্য ও ক্ষতিপূরণের ফাইল ক্লিয়ার করে দেয়ার দায়িত্ব দেওয়া হয় সিসিডিবি নামের একটি এনজিও সংস্থা কে । দায়িত্বেরত উক্ত এনজিও অফিসের কর্মকর্তারা কাগজপত্র যাচাই – বাছাই করে ফাইল কক্সবাজার এল এ অফিসে জমা করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকগন । আফজলীয়া পাড়া থেকে অধিগ্রহণকৃত জমির তাদের জমি দখল ছেড়ে দিয়েছে দেড় বছর আগে । দখল ছেড়ে দেয়া জমির উপর গত এক বছর ধরে চলছে সড়ক নির্মাণের কাজ । এমন কি উক্ত সড়ক নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্টান মীর আকতার হোসেন কনস্ট্রাকশন লিঃ কোন বাঁধা ছাড়াই কাজ চালিয়ে গেলেও এখনো অনেক জমির মালিকগন তাদের জমির ক্ষতিপূরণের কোন টাকা পায় নি । এমন কি ভুক্তভোগীরা ধার কর্য করে বহু টাকা খরচও করে ফেলেছেন । এতে জমির টাকা ও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় তিন দফায় ব্যারিকেড দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকগন । সর্বশেষ গত ২২জানুয়ারী (শুক্রবার) বিকাল তিনটার সময় উক্ত চলমান কাজে ব্যারিকেড দিয়ে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানান ক্ষতিগ্রস্ত জমির মালিকগন । খবর পেয়ে পর দিন ৩৬ঘন্টা পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ রাত ৮টার সময় এসে ব্যারিকেড দেয়া জমির মালিকদের সাথে কথা বলেন । একই সাথে ঐদিন ঘটনা স্থল থেকে মোবাইলে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এর সাথে । তখন অতিরিক্ত জেলা প্রশাসনক মহোদয় চেয়ারম্যান তারেক শরীফকে ৪দিনের সময় দিয়ে বলেন , আগামী ৪দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে গণশুনানী করে যে সমস্ত ফাইলে কোন আপত্তি থাকবে না তাদের স্ব স্ব চেক প্রদান করা হবে । এরই সূত্র ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের এক স্বপ্তার মধ্যে গণশুনানীর মাধ্যমে তাদের চেক দেয়া হবে জানিয়ে আশ্বস্ত করেন । এজন্য সড়কে দেয়া ব্যারিকেডও স্ব স্ব উদ্যোগে সরিয়ে নিতে জমির মালিকদের প্রতি আহবান জানান চেয়ারম্যান তারেক শরীফ । ঐদিন চেয়ারম্যানের আশ্বাসে ক্ষতিগ্রস্ত জমির মালিকগন সড়কে দেয়া ব্যারিকেড সরিয়ে নেন তারা । এরই প্রেক্ষিতে ২৮জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টার সময় কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আফজলীয়া পাড়া মীর আকতার হোসেন লিঃ এর ক্যাম্পে অবস্থিত RHD সম্মেলন কক্ষে স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে গণশুনানী করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ । তিনি ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে দ্বীর্ঘ ৪ঘন্টা ব্যাপী গণশুনানী করেন । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অভিযোগ মনযোগ সহকারে ধৈর্যের সহিত শুনেন । এবং জমির মালিকদের যে সমস্ত আদালতে মামলা রয়েছে তা স্থায়ী ভাবে চেয়ারম্যান তারেক শরীফ কে নিয়ে মিমাংসা করার জন্য পরামর্শ দেন । অন্যতায় কারো ফাইলের বিরুদ্ধে আদালতে মামলা থাকাকালীন কাউকে চেক দেয়া সম্ভব নয় বলে জানান তিনি । অপর দিকে যে ফাইলের বিরুদ্ধে অভিযোগ নাই এমন ব্যাক্তিদের কে দ্রুত চেক প্রদান করতে এল এ কর্মকর্তাদের নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ । একই ভাবে নির্মাণাধীন সড়কে কাজ বন্ধ রেখে ব্যারিকেড না দিতে জমির মালিকদের প্রতি আহবান জানান । আর যে গুলো ছোট বিষয় রয়েছে এসব অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ কে নিয়ে স্থায়ী ভাবে মিমাংসা করতে বলেন তিনি । এদিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকগন জানান , স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক শরীফের আন্তরিকতায় আজকে আমরা অনেক দিন ধরে এল এ অফিসে আটকে থাকা আমাদের ক্ষতিপূরণের চেক পেতে যাচ্ছি । একমাত্র তারেক চেয়ারম্যান অক্লান্ত প্রচেষ্টার কারনে অনেক ঝটিল বিষয় গুলো মিমাংসা করে আমাদের জমির ক্ষতিপূরণের চেক পাওয়ার ব্যবস্থা করেছেন । এজন্য আমরা তারেক চেয়ারম্যান কে আন্তরিক ধন্যবাদ জানাই । গণশুনানী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ চৌধুরী , কানুনগো কামরুল হাসান , কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ , এল এ শাখার সার্ভেয়ার ইব্রাহিম ফয়সাল , সার্ভেয়ার বারেকুল ইসলাম , RHD কর্মকর্তা জুয়েল নন্দি , সিসিডিবি এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক , সিসিডিবি’র একাউনটেন্ড আমিনুল এহসান , স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আক্তারোজ্জামান বাবু , এডভোকেট মামুনুর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ