আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

হবিগঞ্জ – সিলেট রুটে বিরতিহীনের বৈষম্যের শিকার বিআরটিসি

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ সিলেট রুটে কমছেই না বিরতিহীনের বেপরোয়া দৌরাত্ম্য। কখনো বাস দিয়ে বিআরটিসি কে আটকে দেওয়া আবার কখনো বিরতিহীন কোচ দিয়ে বিআরটিসির যাত্রাপথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল কে বিঘ্নিত করা।

হবিগঞ্জ – সিলেট রুটে বিআরটিসি বাস চলাচল যেদিন থেকে শুরু হয়েছিলো সেদিন থেকেই নানান বৈষম্যের সৃষ্টি করছে বিআরটিসি। কখনো কাউন্টার ভাঙচুর আবার কখনো গিয়ে গাড়ী ভাঙচুর। এখন যাত্রাপথে বাধা।

বিআরটিসি চালু হওয়াতে হবিগঞ্জ – সিলেট রুটে বিরতিহীনের একক রাজত্বের অবসান ঘটে। সাধারণ যাত্রীরা বিরতিহীন নিয়ে নানা অভিযোগ – অনুযোগের মুখে বিআরটিসি চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস রাখেন৷

তবে এখনের পরিস্থিতি উল্টো। বিরতিহীনের উদ্ভুত বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও বিরতিহীন কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই যেন নিচ্ছে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ