নিজস্ব প্রতিবেদক :
সাভারের বিরুলিয়ায় অবৈধভাবে গড়ে উঠা সেই মিক্সার কারখানাগুলোতে পরিদর্শন করেছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় অবস্থিত দু’টি মিক্সার কারখানায় পরিদর্শন করেন তারা।পরিবেশ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব জানান, আমরা ঘটনাটি জানতে পেরে আজ পরিদর্শনে আসি। এখানে পানি, ধুলাবালিসহ আশে পাশের পরিবেশে মারাত্মকভাবে ক্ষতি করছে। কারখানাগুলো পরিবেশের ভাসাম্য নষ্ট করছে। আমরা আজ আপাতত কারখানাগুলোোর কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আগামীতে অভিযান পরিচালনা করা হবে।এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতরের পরিদর্শক জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরাসহ আরও কর্মকর্তারা।