রনজিত কুমার পাল (বাবু) ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ স্লোগান কে প্রতিপাদ্য করে ধামরাই থানা পুলিশ এর আয়োজনে জেঠাইল বালিয়া বাস স্ট্যান্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা এর সভাপতিত্বে বিট পুলিশিং এ’মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ হোসেন,ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ নয়ন মিয়া, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সুমন, আমতা ইউনিয়ন যুবলীগ নেতা আলী হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা ইমরান খান ভান্ডারী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোলাইমান হোসেন সহ মতবিনিময় সভা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।