আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

টুরিস্ট পুলিশের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন হবে কুয়াকাটার সি বীচ

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সুন্দর হবে কুয়াকাটা, পরিষ্কার পরিছন্নতা রাখতে, কুয়াকাটা টুরিস্ট পুলিশের উদ্যোগে, প্রতি সপ্তাহে বা মাসে নয় প্রতিদিন  সী বীচ ক্লিনিং রাখার পরিকল্পনা নিয়েছে, এমন সুন্দর ভাবনা কে স্বাগত জানিয়েছে ঘুরতে আসা পর্যটকগন।কুয়াকাটা সমুদ্র সৈকত, পরিষ্কার পরিছন্নতা রাখার পরিকল্পনা ১৯শে জানুয়ারি ২০২১ রোজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রথম  সমুদ্র সৈকত পরিষ্কারের শুভ উদ্বোধন করেন। এরি ধারা অব্যাহত রাখতে আজ রবিবার সকাল ১০ টার দিকে, সৈকতের জিরো পয়েন্ট থেকে ডানে বামে এক কিলোমিটার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করেন। বীচ ক্লিনিং কর্মসূচীতে  অংশ নেয় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সকল সদস্য, টোয়াক’ র সদস্যরা, ট্যুরিস্ট বোটের সদস্য, ট্যুরিস্ট গাইড, ক্যামেরাম্যান, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট (কুটুম) স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা শুভ সংঘ ক্লাব সহ বীচ কেন্দ্রীক পর্যটন ব্যবসায়ীরা। ২শতাধিক কর্মী দুই ঘন্টা ব্যাপি পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। এতে সৈকতের জিরো পয়েন্ট সহ এক কিলোমিটার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন হয়।সমুদ্র কন্যা কুয়াকাটা, সমুদ্র পার কে নতুন রূপ দেওয়ার চেষ্টা কাজ করছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন। সুন্দর পর্যটন কেন্দ্র কুয়াকাটার দেখে মুগ্ধ হয়ে যায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটক সহ স্থানী পর্যটক ব্যবসায়ীরা।এ সময় ঢাকা, বরিশাল, খুলনা থেকে আসা কিছু পর্যটক এর সাথে কথা হলে,  তারা জানিয়েছেন, বাংলাদেশ অন্যতম পর্যটন কেন্দ্র এই সমুদ্র কন্যা কুয়াকাটা, যেখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়। সেই সুন্দর কুয়াকাটাকে আরো সুন্দর লাগছে, সী বীচে দাঁড়িয়ে চারদিকেই পরিষ্কার-পরিচ্ছন্ন কুয়াকাটা, সাথে সাথে ধন্যবাদ জানিয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ সহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের।দ্বিতীয় বার সী বীচ ক্লিনিংনে অংশ নিয়ে, কুয়াকাটা ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, মোঃ শহিদ দেওয়ান বলেন, কুয়াকাটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, তার আগেই কুয়াকাটা টুরিস্ট পুলিশ এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাহ,  আমরা আশাবাদী এই টুরিস্ট  পুলিশের সাথে আমাদের পরিকল্পনা ও এক করে কাজ করব।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, আমরা এখন থেকে মাসে বা সপ্তাহে একদিন নয়, প্রতিদিনই বীচ ক্লিনিং অব্যাহত রাখবো। তিনি আরো জানান কুয়াকাটার নক্ষত্র হল প্রধান বীচ, সেই বীচকে আমরা কখনও অপরিচ্ছন্ন রাখতে পারি না, তাই আমরা পর্যটকদের নিরাপত্তা, পর্যটকদের মুগ্ধ করতে আমাদের এই পরিকল্পনা নেওয়া হয়েছে, আশাবাদী পর্যটক এর সহযোগিতা ও স্থানীয়দের ভালোবাসা আমাদের সাথে থাকলে আমরা পরিকল্পনাটি সুন্দরও সফলভাবে চালিয়ে যেতে পারবো, এবং পর্যটকদের জন্য থাকতে কঠোর নিরাপত্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ