আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সুনামগঞ্জে করোনার প্রভাবে ৩০ টাকার পিয়াজ ৯০ টাকা

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

করোনার প্রভাবে ৩০ টাকার পিয়াজ ৯০টাকা।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। করোনা সতর্কতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়া হয়েছে।

এদিকে, সুনামগঞ্জ দোয়ারাবাজার বাংলা বাজার চকবাজার করোনা আতঙ্কে হঠাৎ কাঁচা বাজারে দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি।

সেখানে পিয়াজ মান ভেদে কেজিতে বিক্রি হচ্ছে ৮০থেকে ৯০টাকা।
শুক্রবার সকাল থেকেই উপজেলার বেশ কয়েক টি বাজারে দেখা যায় এ দৃশ্য।

যদিও দুই দিন আগে এই বাজারে পিয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। নতুন রসুন ৮০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৫-১০ টাকা। এছাড়াও বেড়েছে সকল ধরনের সবজি ও মশলাজাতীয় পণ্যের দাম।

এ বিষয়ে গণমাধ্যমকে সুনামগঞ্জ জেলা প্রশাসক আবুল আহাদ জানান, বিভিন্ন জায়গা থেকে দাম বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।
এ প্রেক্ষিতেই তিনি বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বাজারগুলো কঠোরভাবে নজরদারি করা হবে।
তিনি আরও জানান, এ মুহূর্তে দেশে কোনো ধরনের পণ্যের সংকট নেই। তাই দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্থানীয় বাজারগুলোতে কেনাকাটা হয় বেশী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ