আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো সাভারে ৪১টি পরিবার

নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষে সরকারের ঘোষনা অনুযায়ী গতকাল শনিবার গৃহহীন-ভূমিহীন ৬৬ হাজার ১৮৯ টি পরিবার কে ঘর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ,তিনি ৪৯২ টি উপজেলায় কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ উপহার তুলে দেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকীতে দেশের ভূমিহীন-গৃহহীন ৮লাখ ৮৫ হাজার ৬২২ টি পরিবারের তালিকা করে তাদের কে ঘর দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই কর্মসূচী অংশ হিসেবে ২৩ জানুয়ারি ৬৬ হাজার ১৮৯ টি গৃহহীন-ভূমিহীন পরিবার কে ২শতাংশ খাস জায়গার মালিকানা দিয়ে বিনামূল্যে ২কক্ষ বিশিষ্ট ঘর উপহার দেন প্রধানমন্ত্রী।

৬৬হাজার১৮৯টি পরিবারের মধ্যে সাভার উপজেলায় ৪১ টি পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের নবীনগর নিরিবিলি হাউজিং সোসাইটির পাশে শকরান মৌজায় ১নং খাস খতিয়ান ‘’ক’’ শ্রেনীভুক্ত আর এস ১৩৫ নং দাগের ১ একর ৩০ শতাংশ জমির উপরে এই গৃহ ও ভূমিহীন পরিবার কে পুর্নবাসনের জন্য ঘর নির্মান করে দেওয়া হয়েছে।প্রত্যেক পরিবার কে ১ শতাংশ৫পয়েন্ট জমির উপরে ১লক্ষ ৭১ হাজার টাকা খরচ করে আধা-কাচা পাকা ঘর নির্মান করে দিয়েছেন।

সাভার উপজেলার যে ৪১ টি পরিবার এই ঘর পেয়েছেন তারা হলেন সাভার পৌর এলাকার বক্তারপুরের মোঃহায়দার আলী,গেন্ডার নুর মোঃ খা,পানপাড়ার সাইফ আহমেদ নসিম,তালবাগের লাইলী আক্তার,ভাগলপুরের মোঃ রাসেল,সবুজবাগের মোঃবাবুল শেখ,চাকল গ্রামের মোঃ আঃ রশিদ,দক্ষিন দড়িয়াপুরের শাহণাজ পারভিন,আউকপাড়ার মোসাঃ জাকিয়া বেগম,রোয়ালিয়ার মোঃ কালু মিয়া,ভরারীর আনোয়ার হোসেন,লিপি বেগম,পেয়ারা বেগম,আমেনা বেগম,সুলতানা বেগম,কুরগাওয়ের মোঃ সিরাজ মিয়া,বিনোদবাইদ এলাকার মিসেস আসমা,জিরাবো এলাকার সাইদুল ইসলাম,বিনোদবাইদ শিলা রানী সাহা,সবুজবাগের জুয়েল ,রাজাবাড়ীর আবেদা বেগম,তালবাগের মোছাঃ শাপরা বেগম,বাড্ডার হাফিজা বেগম,কুঠিবাড়ীর বিলকিস বেগম,সবুজবাগের রানু,ভাটপাড়ার শিপন বেপারী ও মোঃ আসাদ পাড়ভেজ,নামাবাজারের মোঃঅন্তর শেখ,চারাবাগের আকলিমা বেগম,কুটুরিয়ার মমতাজ বেগম,যাদুরচরের মোঃ নাসির ,বাগধনিয়ার রোকিয়া বেগম,গেন্ডার ফুলমতি,বাড্ডার রনি ইসলাম,বক্তারপুরের জামিলা খাতুন,কাঞ্চনপুরের রিজিয়া বেগম,বক্তারপুরের হারেজ আলী,বাড্ডার সাজেদা বেগম ও ফরিদা বেগম।

গতকাল এই গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাভার উপজেলার হল রুমে ত্রান ও দূযোর্গ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এমপি ও সাভার উপজেলার চেয়ারম্যন ও সাভার উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজীব উপস্থিত হয়ে এই উপহার তুলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ