আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মুজিববর্ষে মাথাগুজার ঠাই পেল ভূরুঙ্গামারীর ২০০ টি পরিবার

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম  ভূরুঙ্গামারী প্রতিনিধি :

মুজিবর্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নতুন বাড়ী পেলো ২০০ গৃহহীন পরিবার। আজ শনিবার(২৩ জানুয়ারী) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নিজ প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজা-উদ-দৌলা, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা।

এ সময় উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার দশ ইউনিয়নে যথাক্রমে পাথরডুবিতে ৪টি, শিলখুড়ীতে ২৬টি, তিলাইয়ে ১৮টি, পাইকেরছড়ায় ২১টি, ভুরুঙ্গামারীতে ৩১টি, জয়মনিরহাটে ৯টি, আন্ধারীঝাড়ে ৩টি, বলদিয়ায় ২৩টি, চর-ভুরুঙ্গামারীতে ১৫টি, বঙ্গসোনাহাটে ৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বাড়ী নির্মাণে বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। যাদের জমিও নেই বাড়ীও নেই এমন পরিবারের মাঝে সরকারী খাস জমিতে তৈরি করা হয়েছে এসব সেমি পাকা বাড়ী।

ভুরুঙ্গামারী ইউনিয়নের ঈশ্বরবড়ুয়া গ্রামের দিনমজুর শাহিনুর আলম, বলদিয়া ইউনিয়নের ভিক্ষুক বিবি পাগলীসহ সকল উপকারভোগীরা ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে মানুষের জমিতে থাকতাম এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই হল। ঘর ও জমি পেয়ে আমরা খুব খুশি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ