আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

করোনা ভাইরাস সচেতনতা বাড়াতে পলাশী ইউনিয়নে হাত ধোয়া কার্যক্রম

খাদিমুল,আদিতমারী উপজেলা প্রতিনিধি 

 

সারা বিশ্ব যখন করোনা প্রভাবে দিন দিন মহামারির দিকে- বাংলাদেশেও ক্রমাগত করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে তৎপর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ মন্ত্রণালয়ের যথাযথ
উদ্যোগ ছাড়াও সারা দেশে বিভিন্ন সংগঠন ও সংস্থা বিভিন্ন ভাবে নিরলস ভাবে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বিশ জন সারাদেশে জন সমাগম কিছুটা হালকা হচ্ছে। তবুও তো সড়ক পরিবহনগুলো নিয়মিত যাত্রী নিয়ে ছুটতেছে।

গণসচেতনতার অংশ হিসেবে পলাশী ইউনিয়ন যুব ঐক্য পরিষদ আয়োজিও আজ শুক্রবার সারাদিন ব্যাপী সাবান দিয়ে হাত ধোয়া কর্মসুচী চালু করেছে। পথচারী ও অধীকাংশ যাত্রীদের উপস্থিত লক্ষ করা গেলো এ কর্মসূচীতে।

বয়স্ক এক ব্যাক্তি আগামির সংবাদ কে সক্ষাতকারে জানান-আমাদের তো সচেতন হতে হবে, এবং যেহেতু ছোঁয়াছে রোগ তাই সাবধান থাকতে হবে।

পলাশী ইউনিয়ন যুব ঐক্য পরিষদ সভাপতি
জনাব জসিম আহমেদ জানান আমি সমাজের সবাইকে সচেতনতায় উদ্ভুদ্ধ করতে এই আয়োজন করেছি। আল্লাহ আমাদেরকে এ বিপদ হতে পরিত্রাণ ও সুস্থ রাখবে ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ