আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে দেওগাঁও নাইট ক্রিকেট টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

মোঃআলী হোসেন, সাভার প্রতিনিধিঃ

মাদক কে না বলি,নেশা মুক্ত সমাজ গড়ি ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভারে দেওগাঁও নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২০- এর গ্রান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২২ই জানুয়ারি শক্রবার রাতে সাভার সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকায় এ খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু আদনান সেলিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ আকন।

ফাইনাল খেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু আদনান সেলিম বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।দেওগাঁও তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন প্রতিটি এলাকায় এই ধরনের খেলার আয়োজন করা উচিত।যাতে করে আমাদের যুব সমাজ মাদক মুক্ত থাকতে পারে।আসুন আমরা মাদক কে না বলি,নেশা মুক্ত সমাজ গড়ি।

এসময় দেওগাঁও রচনা বাধন ক্লাব ও আনন্দধারা ক্রীড়া চক্র এর মধ্যে প্রতিযোগিতাপূর্ণ খেলায় দেওগাঁও রচনা বাধন ক্লাব চ্যাম্পিয়ন হয়।উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ইমরান হোসেন এবং ম্যান অব দ্যা সিরিজ শামীম মীর্জা নির্বাচিত হয়ে পুরষ্কার লাভ করেন।খেলা শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় রানাসআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ইদ্রিস আলী,অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান,বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম,দেওগাঁও মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আক্তারুজ্জামান সিরাজি, জিএম মজিবর রহমান,ইমতেয়াজ আহমেদ শাহিন,দেওগাঁও অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান একলাস উদ্দিন শ্যামল,শওকত হোসেন খোকন,শফিউল বাশার শফিকসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ