আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দক্ষিণ সুনামগঞ্জে ৭টি দোকানে জরিমানা

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া,পাগলা বাজার,নোয়াখালী বাজার,শান্তিগঞ্জ বাজারের ৭ টি দোকানে উচ্চ হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি ও বিভিন্ন দোকানে মূল্য চার্ট টানানো না থাকায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে বিভিন্ন বাজারের ৭ টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। ভাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাহবুবুর রহমান চকদার,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক,সদস্য মো: জামিউল ইসলাম তুরান,উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ