আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পুঠিয়ায় মাটি বহনকারী ট্রাক্টর ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক আতিক খাঁন :

পুঠিয়ায় অবৈধ পুকুর খননের মাটি বহনকারী ট্রাক্টর ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া খাতুন (১৬) ও সেলিম (৩২) নামের গুরুতর দুই জন জখম হয়েছে। গুরুতর জখম সুমাইয়া খাতুন পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার নয়নের মেয়ে অপর গুরুতর জখম সেলিম উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের মিছু মিয়ার ছেলে। মঙ্গলবার রাত্রি সাড়ে আটটার সময় ঢাকা রাজশাহী মহাসড়কের নজরুল প্রফেসারের ডালমিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পুঠিয়া ত্রিমোহনী মোড় হতে একটি খালি ট্রাক্টর তেল নেওয়ার জন্য খাঁন ফিলিং স্টেশনে যাওয়ার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া ডাল মিলে পৌঁছানো মাত্রই বিপরীতগামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারে থাকা সুমাইয়া খাতুন গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।এছাড়াও ট্রাক্টরের ড্রাইভার সেলিমের ডান পায়ের পাতা থেঁতলে যায়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আশঙ্কা জনক অবস্থায় সুমাইয়া কে এবং গুরুতর জখম সেলিমকে রামেক হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক যানজটের সৃষ্টি হলে পবা হাইওয়ে পুলিশ এসে যানজট নিরসন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ