আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

রাজনগরে মৌলভীচকে পূর্ব শক্রতার জের ধরে বসত ঘরে অগ্নি সংযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:

রাজনগর মৌলভীচকে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে ঘর পুরিয়ে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘরে রক্ষিত মালামাল সহ ২ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুড়ে যাওয়া বসত ঘর দেখতে গেলে মৌমিতা বেগম চৌধুরী (২৫) কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘটিত দুটি ঘটনায় মৌমিতা বেগম চৌধুরী বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানা গেছে আব্দুর মৃকিত চৌধুরী, মুস্তাকিম চৌধুরী, শাওন চৌধুরী, জুলী বেগম চৌধুরী, মাহমুদা বেগম চৌধুরী পরস্পর মৌমিতা বেগম চৌধুরী নিকট আতœয়ীর ও একি বাড়ির বাসিন্দা। যে কোন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌমিতা বেগম চৌধুরীর পরিবারের লোকদের সাথে সবসময় ঝগড়া বিবাদ করে এবং প্রান নাশের হুমকি দেয়। যার কারণে মৌমিতা বেগম চৌধুরী পরিবার তাদের ভয়ে ১৫ বৎসর যাবৎ মৌলভীবাজার শহরে বাসা ভাড়া করে থাকেন। গত ১২ জানুয়ারী আব্দুল মুকিত চৌধুরী গংরা তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে করলেত্ত বসত ঘরে রক্ষিত আসবাহত ও মৃল্যবান জিনিপত্র পুড়ে ছাই হয়ে যায়। মৌমিতা চৌধুরীর পরিবারকে এলাকার লোকজন মোবাইল ফোনে খবর জানালে ১৫ জানুয়ারী বিকেল বেলা স্বপরিবারে তাদের আগুনে পুড়া বসত ভিটা দেখতে গেলে আব্দুল মুকিত গংরা তাদের আক্রমন করে মারপিট করে। এব্যাপারে মৌমিতা চৌধুরী বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে এস আই শওকত ঘটনাস্থাল পরিদর্শন কররেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ