আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আলী জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে রাজপথে লাল পতাকা মিছিল ও সমাবেশ

জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ

খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিক—কর্মচারীদের বকেয়া সকল পাওনা পরিশোধের দাবীতে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত চতুর্থ দফার কর্মসুচির অংশহিসাবে গতকাল সোমবার সকাল ১১টায় আটরা শিল্পাঞ্চলের রাজপথে লাল পতাকা মিছিল বের করে। মিছিল ও সমাবেশের ফলে খুলন যশোর মহাসড়কের পথের বাজার থেকে ইষ্টার্ণগেট পর্যন্ত সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকল ১১টায় আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে শ্রমিকরা লাল পাতাকা হাতে নিয়ে মিছিল বের করে। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের পথের বাজার হয়ে আলীম ও ইষ্টার্ণ জুট মিল সংলগ্ন রাজপথ ঘুরে আলীম জুট মিলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয় আগামী ২৫ জানুয়ারী রাজপথে ভূখা মিছিল এবং ২৮ জানুয়ারী আটরা শিল্পাঞ্চলের রাজপথ—রেলপথ অবরোধ কঠোরভাবে পালনে শ্রমিকদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। লাল পতাকা মিছিল পরবর্তি সমাবেশ খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলামে সভাপতিত্বে বক্তৃতা করেন ওয়াকার্স পার্টি মহানগর সভাপতি কমরেড মফিদুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলার সভাপতি কমরেড মনির আহমেদ, ফেডারেশনের মহানগর সহ—সভাপতি কমরেড খলিলুর রহমান, আলীম জুট মিলের সভাপতি সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আঃ রশিদ, ইষ্টার্ণ জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ফুলতলা থানা ওয়াকার্স পাটির নেতা আঃ মজিদ মোল্যা, জাতীয় শ্রমিক ফেডারেশন থানা কমিটির সদস্য জাকির সরদার, ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, বাবুল রেজা. খোকন কুমার নন্দী, আঃ রউফ মোড়ল, কামরুল, আমিরুল, জাহাঙ্গীর, মোঃ ইকবাল হোসেন, আমিরুল হোসেন, কামরুজ্জামান, হাসান আলী, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ