আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটে বিদেশ ফেরত ৫৪ জন হোম কোয়ারান্টাইনে

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস রোধে বিদেশ ফেরত ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন নিদের্শনা না মানায় কানাডা ফেরত এক প্রবাসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লালমনিরহাটের সহকারি কমিশনার (এনডিসি) সহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায় দেন।এ দিকে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধসহ বিভিন্ন সংগঠন করোনাভাইরাস রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন।

পাশাপাশি জেলা প্রশাসক আবু জাফর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সকল প্রকাশ সভা-সমাবেশ বন্ধ রাখতে নিদের্শও দিয়েছেন।লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, জেলায় কোনো বিদেশ ফেরত প্রবাসী বা যাত্রীর খবর পাওয়া গেলে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নিচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ