আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মনবল ধরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

করোনাকালে কর্মীদের মনবল ধরে রাখতে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২১ অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টির চুড়ান্ত দিনে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আশুলিয়ার গণস্বাস্থ্যের পুরাতন মাঠে চুড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ খেলায় ছেলে-মেয়েসহ মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। প্রায় ১৫ দিন খেলার পর আজ চুরান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলেদের মধ্যে বিজয়ী হয়েছে প্রিন্স-মাহিন ও মেয়েদের মধ্যে বিজয়ী হয়েছে ফরিদা-শ্রাবন্তী এছাড়া ছেলে মেয়ের যৌথ খেলায় বিজয়ী হয়েছে ফরিদা-শারিদ। টুর্নামেন্টের আহব্বায়ক গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা খালেদ মোশাররফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদের আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মনজুর কাদের আহমেদ বলেন, গণস্বাস্থ্যে সকল কর্মী করোনার সাথে যুদ্ধ করে তাদের কর্মযগ্য চালিয়ে যাচ্ছেন। তাদের মনবল ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। করোনাকালে শুধু সকলকে উদ্বুদ্ধ করার জন্য এ আয়োজন করা হয়েছে। আমরা আশা রাখি আমাদের এই ক্ষুদ্র প্রোচেষ্টা অন্যদেরও উদ্বুদ্ধ করতে সহয়তা করবে৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থব্যবস্থাপক মোঃ রাজীব মুন্সি। এছাড়া আরও উপস্থিত ছিলেন- রেজিস্টার ডা. মাহবুব জোবায়ের সোহাগ, মেডিকেল অফিসার ডা. মিলন, সিনিয়র ফার্মাসিষ্ট মোঃ ইকরাম হোসেন, হিসাব কর্মকর্তা সুলতান আহমেদ, সহকারী লেকচারার মোঃ লিমন হোসেন সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ