আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে অনুমোদনহীন নিউ রংধনু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ৩টায় শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট নামক স্থানে অবস্থিত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযানের সময় হাসপাতালে বেশকয়েকজন সিজার করা রোগী ভর্তি ছিলো তবে আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসককে পাওয়া যায়নি। এসময় হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের কোন ধরনের কাগজ দেখাতে পারেনি।পরে ভ্রাম্যমাণ আদালত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ আয়েশা বেগমকে একলক্ষ টাকা ও ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: শামসুজ্জোহা, এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো: আমিনুল ইসলাম। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, এই হাসপাতালে গতকাল ২জন মহিলার অপারেশন হয়েছে। যিনি অপারেশন করেছেন তিনিই এ্যানেস্থেসিয়া দিয়েছেন, সহকারী হিসেবে কোন ডাক্তার ছিলনা। এখানে কোন ডাক্তার বা পাশকরা কোন নার্স আমরা পাইনি। শাহজাদপুরে লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এই নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দির্ঘদিন যাবৎ অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যজক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন এই হাসপাতালটি পরিদর্শন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের নির্দেশে আমরা এই হাসপাতালে অভিযান পরিচালনা করি। হাসপাতালের মালিককে ১ লক্ষ টাকা এবং ম্যানেজারকে ৫হাজার টাকা জরিমানা করি এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ