আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নড়াইলের নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত ১৯ আসামী আটক 

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৯ আসামীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। ১৩ ডিসেম্বর (বুধবার) অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে এ আসামীদের গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ওসি নড়াগাতীর নেতৃত্বে এস আই মাসুদুর রহমান, এস আই মোকাররম আলী, এসআই খান মাহাবুবুর রহমান, এস আই সাখাওয়াত হোসেন, এ এস আই আনোয়ার হোসেনসহ অন্যান্য অফিসার সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের জিআর ২৩/২০ (এনজি) মুলে সেলিম শিকদারের ছেলে হাচিব শিকদার (২৩), হাসমত শিকতারের ছেলে আমিনুল শিকদার (৩৫), মনির শিকদারের ছেলে মুসা শিকদার, বতু শিকদারের ছেলে দেলোয়ার শিকদার (৪২) ও মনির  শিকদার (৪৫), মৃত বারিক শিকদারের ছেলে লুথু শিকতার ও ঝুনু শিকদার, মৃত সরোয়ার শিকদারের ছেলে হাসমত শিকদার (৫৫)  এবং খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের জিআর ২৭/১৯ (এনজি) মূলে মৃত রতন শিকদারের ছেলে ছলেমান শিকদার (৫৫), ছলেমান শিকদারের স্ত্রী রিজিয়া বেগম (৪৫), মাসুদ শিকদারের স্ত্রী লিতা বেগম (২৭), মনা মিয়া শিকদারের স্ত্রী হাফিজা বেগম (৪৮), রোমান শিকদারের স্ত্রী হাদিয়া বেগম (২২)। এছাড়া কলাবাড়ীয়া ইউনিয়নের বিলাফর গ্রামের জিআর এনজিআর ৫১/২০ (এনজি) মুলে লিটনের স্ত্রী রিক্তা বেগম, মান্নানের স্ত্রী হাচিনা, রোমান শিকদারের স্ত্রী লামিয়া এবং ওই ইউনিয়নের মুলখানা গ্রামের জিআর ৫২/২০ (এনজি) মুলে মৃত লিয়াকত শিকদারের স্ত্রী আনো বেগম (৪৫), এছাড়া জয়নগর ইউনিয়নের দেবদুন দক্ষিনপাড়া গ্রাম থেকে জিআর ৫৫/২০ (এনজি) মুলে মৃত সরোয়ার কাজীর ছেলে কিবরিয়া কাজী, ও বাঐসোনা ইউনিয়নের বাঐসোনা গ্রামের এনজিআর ৫৩/২০ (এনজি) মুলে তুসার শিকদারের স্ত্রী মলিনা খাতুন (২৫)কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ওসি নড়াগাতী মোসাঃ রোখসানা খাতুন বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ