নিজস্ব প্রতিবেদক
সাভারে ভাটপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আলোচনা সভায় প্রধান অতিথি সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রমজান আহম্মেদ।
ঢাকার সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড ভাটপাড়া সমিতির কার্যালয়ে গতকাল (১৯ শে মার্চ) সকাল সমিতির সদস্যদের আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রমজান আহম্মেদ বলেন আগামী পৌর নির্বাচনে প্রার্থী তিনি। রমজান আহম্মেদ আরও বলেন তিনি নির্বাচিত হলে ১ নং ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য সব ধরনের সহযোগীতা করবেন। রাস্তা, ড্রেন, মসজিদ, মন্দিরের উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার অঙ্গীকার করেন।