আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

হোম কোয়ারেন্টারে না থাকায়  লক্ষ্মীপুরে ৪ প্রবাসীর জরিমানা

মোঃ হৃদয় হোসেন রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

হোম কোয়ারেন্টাইনে না থাকায় লক্ষ্মীপুর জেলার রামগতি, রামগঞ্জ ও সদর উপজেলায় ৪ প্রবাসীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবাধে চলাফেরা করার কারনে এই ৪ প্রবাসীকে জরিমান করা হয়। একইসাথে ওই ৪ পরিবারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আবু নোমান মোহাম্মদ মাসুম, মধ্য চন্ডিপুর গ্রামের মো. লিটন, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের মো. জসিম উদ্দিন ও লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে ইতালি ফেরত মাসুদ কবির।

জানা যায়, অবাধে চলাফেরার কারনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের এক প্রবাস ফেরত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আবদুল মমিন। বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাস ফেরত দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এবং রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে ইতালি ফেরত যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রবাস ফেরত ব্যক্তি ও তাদের পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্ত এ নির্দেশ অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে। দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রবাস ফেরত ব্যক্তিদের জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ