আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ভূরুঙ্গামারীতে শীত বস্ত্রের অভাবে কাপছে নিম্ন আয়ের মানুষজন

মোঃ আরিফুল ইসলাম জয় , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জেগে বসেছে শীত, কাপছে হতদরীদ্র ও ছিন্নমুকুল বস্ত্রহীন মানুষ। শীত যেমন ক্রমেই বাড়ছে সাথে সাথে বাড়ছে গরীব অসহায় মানুষের শীতের কষ্ট। শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনের শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যেবিত্ত আয়ের মানুষ। সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় চারদিক। রাস্তার সবকিছুই দেখা যায় ধোয়াশার মতো। সারারাত গুড়িগুড়ি বৃষ্টির মতোই ঝরতে থাকে হিমেল হাওয়ার সাথে কুয়াশা। এতে করে বৃদ্ধ ও শিশুদেরকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন। ঘন কুয়াশায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে চালকদের। রাস্তায় হেড লাইট জ্বালিয়েও কাটে গতি বারানো যায় না। চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকায় চরম ঠান্ডায় কাজে বেরুতে পারছিলেন না অনেকেই। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমিক যাদের সকাল হলেও কাজে বের হওয়া প্রয়োজন। নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের মাঝেও বেড়েছে দুর্ভোগ। শীত জনিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায়। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারীসহ অন্যান্যরা। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়তে দেখা গেছে। উপজেলার তিলাই, পাথরডুবি, শিলখুড়ি ইউনিয়নের শিক্ষার্থীরা জানায় তাদের সকালে প্রাইভেট পড়তে যেতে শীতে অনেক কষ্ট হয়।
পথ চলতে গিয়ে তীব্র শীতে কোনো কিছুই দেখা যায় না। কয়েকজন রিক্সা ও ভ্যান চালক জানায় রাস্তায় বের হলে তীব্র শীতের কারনে যাত্রী পাওয়া যায় না। ফলে তদের আয় কমেছে সংসারে অভাব বেরেছে। এদিকে শীত আর চরম ঠান্ডার কারণে জমে উঠেছে মৌসুমী পুরান কাপড় ব্যবসাও। রাস্তার ধার, মোড়সহ বিভিন্ন অলিগলিতে এখন দেদারচে বিক্রি হচ্ছে শীতের কাপড়। ভিড় জমতে দেখা গেছে এসব দোকানে। ক্রোকারিজ ও হার্ডওয়্যার দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শীত বাড়তে থাকায় চাহিদা বেড়েছে ইলেক্ট্রিক কেটলি ওয়াটার হিটার, হটপট ও গ্রিজারের। ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শৈত্য প্রবাহ অারও তিন চারদিন থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, হাসপাতালে বর্হি বিভাগে শীত জনিত রোগীর প্রচুর ভীড় বেড়েছে। জ্বর, সর্দি, কাশি, এজমা , পাতলা পায়খানাসহ শীত জনিত নানা রোগের চিকিৎসা নিতে আসছেন রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন জানান, প্রচন্ড ঠান্ডায় শীত জনিত রোগ বালাই বেড়েছে। অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা দৈনিক আগামীর সংবাদ কে জানান, শীত বস্ত্র হিসেবে প্রথম পর্যায়ে ৪৬০০ কম্বল পাওয়া গেছে যা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। সোমবার দ্বিতীয় ধাপে আরো দুই হাজার কম্বল পাওয়া গেছে যা আগামী এক-দুই দিনের মধ্যে বিতরণ শুরু করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ