আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় বোরোধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে
প্রচন্ড শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে কোমর বেঁধে মাঠে নেমেছেন এখন কৃষকরা। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরা জমিতে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নিচু জমিতে এখন চলছে বোরো ধান রোপনের মহোৎসব। কৃষকরা কেউ বীজ তলা থেকে চারা তুলছে, আবার অনেকে জমিতে চারা রোপণ করছে। প্রচন্ড শীত থাকায় কৃষকরা পানিতে নামতে একটু দেরি করছেন। সকালের সূর্য দেখা পেলে তবেই তারা চারা রোপণে নামছেন জমিতে। আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতে আগাম চারা রোপণে কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজে ব্যস্ত দেখা গেছে কৃষকদের। বোরো চাষিরা সঠিকভাবে চাষ করতে পারে সে জন্য উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন তাদের। এনিয়ে উপজেলার তারানগর গ্রামের কৃষক মোঃ সমন হোসেন বলেন,এবার আমি ২০ বিঘা জমিতে বোরো রোপণ করছি । আত্রাই নদীর পানি তাড়াতাড়ি নেমে যাওয়ায় নিচু জমিতে রোপণ কাজ শুরু করেছি।প্রতি বারের তুলনায় এবার রোপন খরচ একটু বেশি । তবে ধানের দাম ভালো থাকায় আমরা তড়িঘড়ি করে জমিতে চাষ রোপণ কাজ শুরু করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আত্রাই নদীর পানি তাড়াতাড়ি নেমে যাওয়ায় কৃষকরা নিচু জমিতে বোরো চাষের জন্য প্রস্তুত করে ইতিমধ্যে রোপন কাজ শুরু করেছেন। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ