আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে ১২৪২ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

সিরাজদিখান প্রতিনিধি :

সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে ১ হাজার ২শত ৪২ জনকে জাতীয় পরিচয় পত্র (NID) স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ১১ জানুয়ারি সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মালখানগর ইউনিয়নের নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র (NID) স্মার্ট কার্ড বিতরণ করা হয় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ২ শত ৪২ জন নতুন ভোটারের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আহসানুল ইসলাম আমিন সহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ । ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে স্মার্ট কার্ড নিতে আসা সানজিদা নাহার মীম জানান, আমার স্মার্ট কার্ড কখন পাবো এর জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কোনরকম হয়রানি ছাড়াই স্মার্ট কার্ড পেয়ে এখন খুব ভালো লাগছে। ৫নং ওয়ার্ড ফুরশাইল থেকে স্মার্ট কার্ড নিতে আসা সাব্বির জানান, স্মার্ট কার্ড নেয়ার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও কার্ডটি হাতে পেয়ে অনেক খুশি হয়েছি। মালখানগর ইউনিয়ন পরিষদ পরিষদ সচিব আমিনুর রহমান জানান, স্মার্ট কার্ড বিতরণ কাজে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সাধারন ভোটাসহ সকলের সহযোগীতায় এ পর্যন্ত ১ হাজার ২ শত ৪২ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ