আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

ফতুল্লায় সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন নামে একটি অগ্নি নিবারক যন্ত্র বিক্রয় কেন্দ্রে গ্যাস রিফিলিং করার সময় বিষ্ফোরণ হয়ে রফিকুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ সংলগ্ন বিলাস নগর এলাকায় ড্রীম হাউজ ভবনের নিচ তলায় এ ঘটনাটি ঘটে। বিষ্ফোরনে নিহত ওই ব্যাক্তির শরীরের উপরের কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে নিহত রফিকুল ইসলাম বাড়ি নোয়াখালি জেলার লক্ষিপুর থানারমু মিনুল্লা মিয়ার ছেলে। সে সেফটি ফাস্ট প্রটেকশনে ৫ বছর যাবৎ কর্মরত রয়েছেন। এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র এসিস্ট্যান্ড অফিসার আরেফিন জানান, অগ্নি নিবারক যন্ত্রে গ্যাস রিফিলিং করার সময় গ্যাসের চাপে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আমরা আরো খতিয়ে দেখবো ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম জানান, মেয়াদ উর্ওীন অগ্নি নিবারক যন্ত্র বিষ্ফোরণ হয়ে এই ঘটনা ঘটতে পারে ।তারপর
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ