আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

স্মৃতির পত্রপুট

শামীম আহমেদ :

আমার বিশ্বাস তুমি আমায় আজো ভালবাস!
হয়তো তুমিও আমার মতই বোবাকান্নায় কথাগুলো জমিয়ে রেখে মনে,প্রতিনিয়ত
অনেক কষ্ট পাচ্ছো!
কিন্তু আমি এসছি জীবীত  থাকতে তোমাকে দেখতে শুধু একটিবার।
বন্ধু কবে পুরোনো হয়ে গেছে বসন্ত
হেমন্ত এখন জীবনবৃক্ষেরঃ
ঝরে গেছে সব পত্রপাতা।
আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে দুচোখ জুড়ে কতনা ঘুম!!
তবু অণুক্ষণ মনে পড়ে তোমার কথা।
ভোরের শিশিরভেজা ঘাসেঘাসে ফেলে
চলি অবশ-অলস দুটো’পা।
ছুঁয়ে দেখি প্রতিধ্রুবা তৃণমূলে_
তোমার বাঁকাকোমল চরণের স্পর্শ।
যে পথ মাড়িয়ে তুমি গেছো গন্তব্যে,–
তোমায় অনুভব করি যখনঃ
শিউরে উঠে সমস্ত গাঁ।
আমি আবার ছুঁতে চাই,
                   তোমার পা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ