আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাভার পৌর এলাকাতে  উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার সাভার পৌরসভার উন্নয়নের ছোয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ড্রেনের উন্নয়ন কাজ চলছে।
সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় ১৭৫ মিটার রাস্তা ও ড্রেনের উন্নয়নের শুভ উদ্ধোধন করে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে বিনোদ বাইদ শাহিদার বাড়ি হতে ফারুক হাজারীর বাড়ি পর্যন্ত এই প্রকল্প।

সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা বলেন ৩ নং ওয়ার্ডের প্রতিটি সড়কের পাশে ড্রেন ও সড়কের উন্নয়ন করা হবে। কাউন্সিলর মুক্তা আরও বলেন ড্রেনে ময়লা আবর্জনা ফেলা যাবে না। এবং রাস্তায় প্রয়োজন ছাড়া নির্মাণ সামগ্রী রাখা যাবে না। নানান ধরনের রোগ প্রতিরোধের জন্য পরিস্কার পরিচ্ছন্ন অপরিহার্য।

সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি জানায় প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন করার কাজ চলছে আগামীতে ও করা হবে ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ