আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫দফা দাবি

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে লালমোহন বাজার চৌরাস্তায় মানববন্ধন করে সংগঠনটি।
দাবিগুলো হলো -ঃ

**তৃতীয় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান ও শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণির সংখ্যা বৃদ্ধি।
**পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা অথবা অফিস সুপার করা ও পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেণিংয়ের ব্যবস্থা করা।
**শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরিবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং/গভনিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা।
**শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা।
**সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানিয়েছেন তারা।
সংগঠনের লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে মানবন্ধনে অংশগ্রহণ করেন, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জিহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন, ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক আলী আজহার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন জালাল, লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাকুসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ