আশুলিয়া প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকান্ডের সাত বছর পূর্তিতে কারখানার সামনে নিহত শ্রমিকদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে শিল্প পুলিশ। এর আগে ভোর সকাল ৬টা থেকেই নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
রবিবার সকাল ১১টায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনের ফটকে এই শ্রদ্ধা জানান শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীমের ও শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনিসহ পুলিশ সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীম সাংবাদিকদের বলেন, ‘তাজরীনের মর্মান্তিক ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে। শিল্প পুলিশও এই মামলা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ওই ঘটনায় যারা নিহত ও আহত হয়েছিলেন সরকার এবং বিজিএমই’র পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার আরো বলেন, ‘শিল্প কারখানা পরিচালনার জন্য শিল্প উদ্যোগক্তা ও ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা যেন আইন মেনে যথাযথ ভাবে কারখানা পরিচালনা করেন। যাতে করে অূদর ভবিষ্যতে তাজরীন দুর্ঘটনার মত আরো কোন ঘটনা না ঘটে, আর যেন কোন শ্রমিক প্রান না হারায়, আর যেন কোন মায়ের বুক খালি না হয়।’
তিনি বলেন, ‘তাজরীন কতৃপক্ষ আরেকটু সচেতন হলে হয়ত এই ভয়াবহ অগ্নিকান্ড এড়ানো সম্ভব হতো। তাই কতৃপক্ষকে কারখানার সেফটি ও সিকিউরিটির বিষয় গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে আমাদের শিল্পের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকে। আর কারখানা গুলোতে নিরাপদ পরিবেশ তৈরি ও শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।’
Leave a Reply