হাসনাত কাইয়ুম,সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মুজিব বর্ষ উপলক্ষে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ” হৃদয়ে সরাইল” এর উদ্যোগে আজ ১৭ মার্চ মঙ্গলবার পথচারীদের জন্যে বিশুদ্ধ পানি পানের সুব্যবস্থা করা হয়। সরাইল হাসপাতালের মোড় সম্রাট ফার্নিশার্সের সামনে ফিল্টারটি স্থাপন করা হয়েছে । সংগঠনের নিজস্ব অর্থায়নে এর বাস্তবায়ন করা হয়। পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন হৃদয়ে সরাইল সংগঠনের আহ্বায়ক ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সাবেক সরাইল ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির, সমাজকর্মী রওশন আলী, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শাহিনুর ইসলাম শাহীন প্রমূখ।