আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কনজিউমার এ্যাওয়ার্ড-২০২০ পেলেন “পপুলার হোস্ট বিডি’র” প্রতিষ্ঠাতা সাব্বির আহম্মেদ

নিজস্ব প্রতিবেদকঃ শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ হিসেবে কনজিউমার এ্যাওয়ার্ড-২০২০ সম্মাননা পেলেন “পপুলার হোস্ট বিডি’র” প্রতিষ্ঠাতা সাংবাদিক জনাব সাব্বির আহম্মেদ।

রবিবার ১৫ই মার্চ ২০২০ ইং, চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে খাদ্যের নিশ্চয়তা বিধানে “ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত চতুর্থ সি.আর.বি কনজিউমার এ্যাওয়ার্ড কমিটি -২০২০, প্রযুক্তিবিদ হিসাবে অনন্য অবদানের জন্য দেশের জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি “পপুলার হোস্ট বিডি’র” প্রতিষ্ঠাতা, সাংবাদিক জনাব সাব্বির আহম্মেদ কে শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ হিসাবে কনজিউমার এ্যাওয়ার্ড প্রদান করেন সিআরবি’র কেন্দ্রীয় মহাসচিব নক্শাবিদ কেজিএম সবুজ (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী – সেলফ এইড, মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি ভোক্তা অধিকার)।

 

২০১৫ সালে দেশের জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান “পপুলার হোস্ট বিডি” প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৫ বছরে তার প্রতিষ্ঠান দেশে ও দেশের বাহিরে, অনলাইন পত্রিকা ও ই-কমার্স সহ কয়েক শতাধিক ওয়েবসাইট তৈরি করেছেন। তিনি সততা ও নিষ্টার সাথে আইটি সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে লেখালেখি ও প্রকাশনায় নিয়জিত আছেন। তিনি ঢাকা প্রেসক্লাবের সদস্য ও জনপ্রিয় জাতীয় “দৈনিক মাতৃছায়া’য়” নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

দেশে অনলাইন ও ওয়েব সাইট জনপ্রিয় হলেও ওয়েব ডিজাইনের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেনি। ঢাকা ও চট্টগ্রাম সহ বড় বড় শহরে ব্যাঙে’র ছাতার মতো শত শত আইটি প্রতিষ্ঠান গড়ে উঠলেও সরকারী নীতি মালা না থাকায় সেবা শূণ্যের কোটায় বিরাজমান। অনেক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে ওয়েব সাইট তৈরি না করে দিয়েই টাকা মেরে দিচ্ছেন। এই সেক্টরের কোন প্রত্যক্ষ কোন সংস্থা তদরকী না থাকায় প্রতিকারও মিলছে না। অনেকে আবার ডোমেইন রিনিউ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। আইটি প্রতিষ্ঠান কৌশনে গ্রাহকের ই-মেইল পরিবর্তন করে দিচ্ছেন। এই অস্থির সময়েও জনাব সাব্বির আহম্মেদ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
তার আন্তরিক সহযোগীতা ও প্রচেষ্ঠায় ভোক্তা অধিকার-সিআরবি ভোক্তা অধিকার অভিযোগে মোবাইল এ্যাপস তৈরি করেছে। বিশ্ব-ভোক্তা অধিকার ২০২০ উপলক্ষে বাসাভাড়া অভিযোগ ও মোবাইল ফোনের অভিযোগ এ্যাপস উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সিআরবি’র একজন কনজিউমার এক্টিভিস্ট এবং ঢাকা জেলার সমন্বয়কারী হিসাবে কাজ করছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন –  সুস্বাস্থ নিশ্চিতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই, ভোক্তারা সর্বত্র হয়রানির শিকার। সকল ক্ষেত্রে বিশেষত পাবলিক পণ্য ও প্রাইভেট পণ্য দ্রব্যাদির সেবা গ্রহণে অত্যধিক সচেতনতা নিশ্চিত করতে হবে।
কাজীর দেউরী কাঁচা বাজার প্রাঙ্গণ থেকে বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ।
সিআরবি’র কেন্দ্রীয় মহাসচিব নক্শাবিদ কেজিএম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক ড. আজাদ বুলবুল। ডা: নাহিদ নূস্রাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর লায়ন সিতারা গফফার, খাদ্য অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম, সিআরবি-চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠক ইকবাল মুন্না, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সুরক্ষায় অবদানের জন্য চারজন পেশাজীবি যথাক্রমে ডা: মুহাম্মদ সিরাজুল হক, মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন এরশাদ, তথ্য প্রযুক্তিতে সাব্বির আহম্মেদ, সমাজসেবী মো: আবদুল হান্নান মুন্সীকে কনজ্যুমার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস আলী, সংগঠনের অর্থ সম্পাদক আলহাজ্ব সোলায়মান বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন, আবু ইউসুফ মজুমদার মানিক, জাহানারা আবেদীন, ইকবাল ইবনে মালেক, শফিকুল ইসলাম রাব্বী, সাইফ মাহমুদ আরক, খোরশেদ আলম চৌধুরী সুজন,  এ এম মাসুদ উদ্দীন, প্রলয় দাশ, আরিফুল ইসলাম হৃদয়, এম এ হাসান সেকান্দর, মোহাম্মদ নূরনবী সাহেদ, এইচ এম ওসমান গণি চৌধুরী। আলোচনা পর্ব চলাকালীন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করেন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা, দৃষ্টি কোণ ব্লাড ডোনার এসোসিয়েশন, চট্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভোক্তাদের অভিযোগ প্রদানের সুবিধার্থে CRB Consumer Complain  নামে একটি এ্যাপস উন্মুক্ত করেন।
অনুষ্ঠানে “পপুলার হোস্ট বিডি’র” প্রতিষ্ঠাতা জনাব সাব্বির আহম্মেদ বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভোক্তাদের সচেতনতা ও আইনের প্রয়োগ একান্ত জরুরী। এ লক্ষ্য অর্জনের জন্য চাই কার্যকর শিক্ষা, এর সাথে তথ্য সরবরাহ ও প্রাপ্তি। আবার তথ্য যখন ডিজিটাল পদ্ধতিতে প্রবাহিত হবে ও ছড়িয়ে পড়বে তখন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যকার আস্থা বাড়বে, তাতে কমবে ভেজাল করার প্রবণতা। তবে যেভাবেই হোক সুন্দর ও নিশ্চিত আগামীর জন্য ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিতের বিকল্প নেই। বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য ভোক্তা অধিকার মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি এসময় তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার আন্দোলন ছড়িয়ে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, খাদ্যে ভেজাল সংমিশ্রণের কারণে চিকিৎসা ব্যয় বহুগুণ বৃদ্ধির পাশাপাশি জীবন হানি ঘটছে। সুস্বাস্থ ও জীবন মানের উন্নয়নের জন্য প্রাকৃতিক কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ