আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

অনলাইনে জাতীয় সংগীত গেয়ে রেকর্ড গড়লেন একদল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

৫০ এ বিজয়, ৫০ এ জাতীয় সংগীত” নাম একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সংগঠন “উই আর এস.সি.পি.এস.সি.আন” (We R SCPSCIAN)। যেখানে ৫০ জন শিক্ষার্থী মিলে অনলাইনে জাতীয় সংগীত গেয়েছেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী পরাজয় শিকার করতে বাধ্য হয় এবং বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয় বাঙালি জাতি।বাংলাদেশের মানুষ ৪৯ তম বিজয় দিবস পালন করলো ১৬ ডিসেম্বর ২০২০ এ এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ পা রাখলো ৫০ তম বছরে। এই ৫০ তম বছরে পা রাখকে কেন্দ্র করেই তাদের এই আয়োজন। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী মিলে মোট ৫০ জন মিলে অনলাইনে জাতীয় সংগীত গেয়ে একপ্রকার রেকর্ড গড়েছেন।
বিজয় দিবসকে উপলক্ষ করে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শুদ্ধ ভাষায় জাতীয় সংগীত এর আয়োজনো করেছে বলে জানিয়েছেন সংগঠন এর সাথে জড়িতরা।
এছাড়া বিজয় দিবসের দিন তারা লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনো করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ