খান ইমরান
পড়াশুনা কম করি না
তবু করি ফেল ।
সবার কাছে লেখাপড়া
আমার কাছে জেল ।
শরীরটা বেশ ভালই আছে
হোষ্টেলের ডালে-ভাতে ।
পড়াশুনায় একটু তার
রুপি ভানও আছে ।
পড়াশুনার সময় কোথায়
কাজ যে হাতে মেলা
দিনের শেষে হোষ্টেলে এসে
দেখতে বসতাম খেলা ।
আজকে আমার কী পরিণাম
হায়রে ভাগ্য মোর ।
পড়াশুনা করি না তাই
স্যারের কাছে চোর ।
পরীক্ষায় ফেল করি তাই
কেবল ঘোরে মাথা
যতই বকুক সাধ্য নাই আর
উল্টায় এক পাতা ।
দিন যাচ্ছে যত ভাবছি তত
পাশ করলে তো হল ছাড়তে হয় ।
অযুহাত আর পাচ্ছি নাতো ভেবে
ইউরেকা আবার ফেল করলে তবে হল থাকা হবে ।