আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
১৭ মার্চ বাঙ্গালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ সকাল ০৯.০০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।এসময়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বিপিএমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলুন উড়িয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় এবং জাতির পিতারসহ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করা হয়।