আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক   

 

১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২০ উপলক্ষে সাভার সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার নবম পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে রোডমার্চ অনুষ্ঠিত হয়। আয়োজিত এই কর্মসূচিতে সাভার সেনানিবাসে কর্মরত সকল কর্মকর্তা, জেসিও, সৈনিকবৃন্দ ও অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এছাড়াও সেনানিবাসের সকল ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, ভিডিও‌ এবং স্থির চিত্র চিত্র প্রদর্শিত হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে সাভার সেনানিবাসের সকল মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি পালন উপলক্ষে সাভার সেনানিবাসের সকল প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন লেখা ব্যানার দ্বারা সুসজ্জিত করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ