আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

র‍্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার,আটক ৩

আনিসুর রহমান : বিশেষ প্রতিনিধি

 

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বগুড়া জেলার শাহজাহানপুর থানার আমজাদ হোসেনের ছেলে আবু তালেব জনি (২৫), নেত্রকোনার কাংশা গ্রামের লিটন মিয়ার ছেলে আল আমিন (২২) এবং আশুলিয়ার কাঠালতলা এলাকার রমজান আলীর ছেলে রিয়াজ (২০)।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেনসিডিল ও একটি মোবাইলসহ তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি ও নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার উনু মং বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের থেকে জানা যায় তারা বিভিন্ন জায়গা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা জেলার সাভার-আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রয় করে আসছিলো। মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র‍্যাব – ৪

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ