নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় প্রতিবন্ধী বাড়িতে যাওয়ার নতুন রাস্তার জন্য দীর্ঘ দিন ধারে ধারে গুরছে নুর এ খাঁন রনি।
সরজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মনোহর পুরের প্রতিবন্ধী নুর এ খাঁন রনির বাড়িতে যাওয়ার জন্য প্রয়োজন ১৮ থেকে থেকে ২০ ফিট এর ইটসলিং রাস্তার। এই রাস্তাটি ইট সলিং হলেই নুর খাঁন হুইল চেয়ার চালিয়ে বাড়িতে যেতে পারেন।
নুর খাঁন রনি বলেন তিনি প্রতিবন্ধী সড়কটি ইট সলিং করা হলে তার চলাচলার জন্য খুবই উপকার হবে।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য জহির উদ্দিন এর কাছে এই রাস্তাটির বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন বলেন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যই রাস্তাটি মাটি দিয়ে উচু করে ইট সলিং করে দেওয়া হবে।