আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

কিশোর রাব্বীর রেকর্ড গড়া বাংলা  চ্যানেল পাড়ি 

মোকাব্বির আলম সানি,  নিজস্ব প্রতিবেদক : 
বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ১৫তম বাংলা চ্যানেল সাঁতারে  টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতার কেটে (১৬.১ কিলো) বাংলা  চ্যানেল পাড়ি  দিল  কিশোর রাব্বী ।  গত ৭ই ডিসেম্বর  সকাল ৯টা ২৫ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্‌ পরীর দ্বীপ জেটি থেকে শুরু হয় ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২০।  বাংলাদেশের যেখানে ১৩ বছর বয়সী অধিকাংশ ছেলেরাই পাবজি, সিওসি, ফর্টনাইটের মত অনলাইন খেলায় মাদকের মত আসক্ত, সেখানেই রাব্বির মত বিস্ময় বালক  ১৩ বছরের ছেলে ১৬.১ কিঃমিঃ বাংলা চ্যানেল(টেকনাফ থেকে সেন্টমার্টিন) সাঁতারে পাড়ি দিয়ে প্রথম স্থান অর্জন করে রাব্বী রহমান , তার বয়স ১৩ বছর ৬ মাস,  সে নবম শ্রেনীতে পড়ে ,বগুড়ার  সুবিল উচ্চ বিদ্যালয়ে ।  টেকনাফ থেকে সেন্টমার্টিন  দূরত্ব  ছিল ১৬.১ কিলোমিটার , সময় লেগেছে ৩ ঘন্টা ২০ মিনিট ।বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশি সাঁতারুদের মধ্যে রাব্বি সর্বকনিষ্ঠ। এবারই সর্বোচ্চ সংখ্যক ৪০ জন সাঁতারু একসঙ্গে বাংলা চ্যানেল পাড়ি দিলেন।
সাঁতার আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক। সন্ধ্যায় সেন্টমার্টিনে সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেদোয়ান উল ইসলাম।এবারের বাংলা চ্যানেল সাঁতারে সহ–আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন। এ ছাড়া পৃষ্ঠপোষক হিসেবে ছিল ভিসা থিং ও এনসিসি ব্যাংক। আয়োজনের অংশীদার হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা ও ষড়জ এবং রেসকিউ পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কোস্টগার্ড।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ