আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

আজ নেত্রকোনা হানাদার মুক্ত দিবস

নেত্রকোনা প্রতিনিধি মো: জোবায়ের :

উত্তরের হাওর অঞ্চল বললেই যে নামটি সবার নজর কাড়ে সে হচ্ছে নেত্রকোনা জেলা।হাওড়-বাওড়, নদী-নালা, খাল-বিল এবং নানান প্রাকৃতিক সম্পদে ভরপুর কিংবা সৌন্দর্যের লীলাভূমি এই বিখ্যাত অঞ্চলটি।ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন সভ্যতার সময়কালীন মগড়া নদীর অববাহিকায় গড়ে উঠেছিল শ্রী শ্রী কালী মন্দির।কালপরম্পরায় এই মন্দিরকে কেন্দ্র করেই ঘটেছিল সভ্যতার বিস্তার অর্থাৎ গড়ে উঠেছিল কালীগঞ্জ বাজার, যে বাজারের বিবর্তিত রূপ আজকের নেত্রকোনা জেলা।যার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিম রয়েছে ময়মনসিংহ জেলা।

তাছাড়া ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোণা জেলা; নান্দনিক স্থানে ও ঐতিহ্যের বিচিত্র ঘটনা সম্ভারে সারাদেশে গর্বিত এবং প্রশংসিত। বিভিন্ন তথ্য থেকে প্রমাণ মিলে যে, সাগর বা সমুদ্রগর্ভ থেকে জেগে ওঠায় এ অঞ্চলটি মানব বসবাসের যোগ্য ভূমিতে পরিণত হয়েছিল। গারো পাহাড়ের পাদদেশ থেকে এঁকেবেঁকে কংস, সোমেশ্বরী, গণেশ্বরী, মহেশ্বরী, গোরাউৎরা নদীসহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোণা জেলার জলধারার উদ্ভব।যে জেলার মধ্যে রয়েছে ৫৭ টি নদী যার মধ্যে মগড়া নদী তার বিস্তৃতি দিয়ে পেঁচিয়ে রেখেছে এই বিশাল এলাকাটি।

ইতিহাস বলে, খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এ অঞ্চলটি গুপ্ত রাজাদের অধীনে ছিল অর্থাৎ তৎকালীন পশ্চিম ময়মনসিংহের কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আজকের নেত্রকোনা জেলা যা প্রথমত গুপ্ত রাজাদের অধীন; তৃনমূল পর্যায়ে রাজারা শাসন করতো।তারপর খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আলাউদ্দিন হোসেন শাহ (১৪৯৩-১৫১৯) সমগ্র ময়মনসিংহ অঞ্চলে মুসলিম শাসনের রাজত্ব কায়েম করেন।এভাবে মোঘল সম্রাজ্যের সময় বাংলার বার ভূঁইয়া মধ্যে ঈসা খাঁর শাসন তারপর মোগলদের কাছ থেকে এক এক করে এই অঞ্চলটি কেড়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।ফলে এই এলাকায় তখনকার সময়ে শুরু হয় ব্রিটিশ শাসন।এই ব্রিটিশ শাসনামলে ১৮৮০ খিস্টাব্দে নেত্রকোণাকে মহকুমা করার প্রস্তাব তুলা হয় এবং পরবর্তীতে মঞ্জুর করেছিল।তারপর ১৮৮২ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি থেকে নেত্রকোনা মহকুমার কার্য শুরু হয়।কিন্তু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হওয়ার পাকিস্তান আমলে নেত্রকোনাকে জেলায় পরিনত করার জোর দাবি উঠেছিল।ফলে সে দাবী পূরণের লক্ষ্যে ১৯৬২ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার কেন্দুয়ায় জেলা সদর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করেছিল।কিন্তু শুরু হয়ে যায় মহান মুক্তিযুদ্ধ যার ফলে তা আর কার্যকর হয় নি তবে স্বাধীনতার পর ১৯৮৪ সালের ১৭ জানুয়ারিতে নেত্রকোনা অঞ্চলটি মহকুমা থেকে জেলায় পরিনত লাভ করে।

সত্যি বলতে নেত্রকোনা জেলা সৃষ্টির ইতিহাস যেমন অভাবনীয় তেমনি তার কৃতিত্ব অতুলনীয়।
আন্দোলন, সংগ্রাম ও বিদ্রোহে নেত্রকোনার মাটি রক্তে রাঙ্গা এবং রক্তঝরা।টিপু পাগলার ফকির বিদ্রোহ থেকে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আবু খাঁ-রশিদ-সাত্তারের ত্যাগী চিত্তের নিমিত্তে নেত্রকোনার রয়েছে সংগ্রামী ও বর্ণিল ইতিহাস।
জাতীয়তাবাদী চেতনার মোড়কে নেত্রকোনার মুক্তিপাগল মানুষেরা ঝাঁপিয়ে পড়েছিল প্রতিটি আন্দোলন ও সংগ্রামে।

৭১ এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী নেত্রকোনা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপন করেছিল তাদের ঘাটি।সেখান থেকে সারা নেত্রকোনায় দীর্ঘ নয়মাস শত শত নিরস্ত্র মানুষের উপর অসহ্য নির্যাতন, অত্যাচার চালিয়ে যেত।নিহত করেছিল সহস্র প্রাণ। জ্বালিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রাম।

এত অত্যাচার, এত নির্যাতন এবং গনহত্যার নির্মম চিত্র আর সহ্য করতে না পেরে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ রেডিও মাধ্যমে শুনে প্রতিবাদী হয়ে উঠেছিল নেত্রকোনার নির্যাতিত মানুষেরা।শুরু করেছিল পাকিস্তানীদের বিরুদ্ধে ‘জ্বালাও-পোড়াও-মার’ সংগ্রামী আন্দোলন।একসময় পাক-হানাদার বাহিনী নেত্রকোনার অকুতোভয় সৈনিকদের কাছ থেকে চরম পন্থায় প্রতিবাদের অগ্নিশিখার উত্তাপ পেতে শুরু করে।যেমন, পাক-সেনাদের প্রতিহত করতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পশ্চিম সীমান্তের ঠাকুরকোণা রেলওয়ে ব্রিজটি মাইন বিষ্ফোরণ করে মুক্তিযোদ্ধারা।তারপর পাক-হানারা আরো নির্মম, নৃশংস হত্যা চালাতে শুরু করলে, ২৬ জুলাই কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন রাস্তার মিলনস্থলে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াই। এতে শহীদ হন ৭ জন মুক্তিযোদ্ধা।ফলে উক্ত ঘটনার জের ধরে নেত্রকোনার বীর সন্তানেরা আরো বিপ্লব হয়ে উঠে এবং নেত্রকোনাকে হানাদার মুক্ত করতে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় প্রবেশপথ মোক্তারপাড়া ব্রিজ বিস্ফোরণ করতে ৮ ডিসেম্বর আবু সিদ্দিক আহমেদ ও আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে টার্গেট করে নাগড়া কৃষিফার্মের নিকট এ্যাম্বুস পাতেন।আর এই ঘটনা বুঝতে পেরে পাক-হানাদার বাহিনী ৯ ডিসেম্বর সকাল থেকে ময়মনসিংহ শহরে চলে যেতে শুরু করে।অতঃপর তাদের যাওয়ার পথে নেত্রকোনার সাহসী বীরেরা সশস্ত্র আক্রমণ চালায়।শুরু হয় মুক্তিযোদ্ধা ও পাক-সেনাদের মধ্যে সম্মুখ লড়াই।ফলে এই দিন পাক-হানাদারদের গুলিতে নিহত হন নেত্রকোনার বলিষ্ঠ সাহসী যোদ্ধা আবু খাঁ, আব্দুর রশিদ ও আব্দুস সাত্তার। আহত হন মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ।মুক্তিযোদ্ধাদের এই শেষ প্রতিরোধের মুখে পাক-হানাদার বাহিনী এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। আর এভাবেই শত্রুমুক্ত হয় নেত্রকোনা।অতঃপর ৯ ডিসেম্বর বিকাল থেকেই নেত্রকোনার ভাগ্যাকাশে উড়েছিল লাল-সবুজের বিজয়ী নিশান আর নেত্রকোনার আকাশ-বাতাস মুখরিত হয়েছিল ‘জয় বাংলা’ ধ্বনির স্লোগানে।সেই জয়ের পতাকাটি আজো উড়ছে, উড়বেই এভাবে, আমাদের প্রিয় নেত্রকোনায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ