আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মাঝ নদীতে বসানো হলো পদ্মা সেতুর ৪০ তম স্প্যান দৃশ্যমান এখন সেতুর ৬ কি,মি 

মোঃ আহসানুল ইসলাম :

স্বপ্ন পূরণে থাকল মাত্র একটি স্প্যানশুক্রবার বসানো হলো পদ্মা সেতুর ৪০ তম স্প্যান টুই। পূর্ণাঙ্গ কাঠামো দৃশ্যমান এখন সময়ের ব্যাপারবিজয় দিবসের মাসে নতুন আরেকটি বিজয়ের পথে বাংলাদেশ , সকল বাঁধা উপেক্ষা করে একে একে বসানো হল পদ্মা সেতুর ৪০ টি স্প্যান। শুক্রবার ৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে মাঝ নদীতে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হলো টুই নামের ৪০ তম স্প্যান । ফলে দৃশ্যমান এখন সেতুর ৬ কি,মি । আগামী সাপ্তাহে সেতুর সর্বশেষ ৪১ তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে জানান সেতু কর্তৃপক্ষ। সেতুর পূর্ণাঙ্গা কাঠামো দৃশ্যমান হতে মাত্র একটি স্প্যান বসানোর কাজ বাকী থাকলো।এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী(মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানানএর আগে বৃহস্পতিবার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে টুই নামে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নোঙ্গর করে রাখা হয়। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় স্প্যান বসানোর কাজ পরে ১০ টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তের মাঝ নদীতে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হয় টুই নামের ৪০ তম স্প্যানটি । তিনি আরও জানান৩৯ তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় ৪০ তম স্প্যানটি বসানো হয়। আর মাত্র একটি স্প্যান বসানো হলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ কাঠামো ৬ দশমিক ১৫ কিলোমিটার । পদ্মা সেতুর ইতিহাসে অক্টোবর ও নভেম্বরে সবচেয়ে বেশি স্প্যান বসানো হয়েছে। প্রতিমাসে ৪টি করে বসেছে ৮টি স্প্যান। ২৭ নভেম্বর সর্বশেষ স্প্যানটি বসানো হয়। মাওয়া প্রান্তে যেখানে মাত্র দুইটি স্প্যান ছিলোসেখানে এখন পুরো ১০টি স্প্যানে দৃশ্যমান দেড় কিলোমিটার সেতু। পাড়ের সঙ্গে সেতুর মিলন ঘটেছেএখন দুই প্রান্তও মিলবে এ দুটি স্প্যান বসানো হলে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ