আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

বরিশালে এক বছরের শিশুর লাশ উদ্ধার, ভাই ও মা আটক

খান ইমরান , বরিশাল 

 

বরিশালের বাবুগঞ্জে এক (০১) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে শিশুটির মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

থানা ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের শিশু পুত্র মোঃ আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম পাশ্ববর্তী নদীতে গোসলের উদ্দেশ্যে যায়। কিছুক্ষন পর নিহতের মা বিলকিস বেগম ফিরে এসে ঘরের মেঝেতে নিহতের লাশ পরে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা ছুঁটে এসে নিহতের লাশ দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতহাল করার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত শিশু আল-আমিন’র পিঠে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহত শিশু আল-আমিনকে শক্ত কোন লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ নিহত শিশুর মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেন (১২)কে আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ